3:02 PM, 31 January, 2026

পদার্থ বিজ্ঞানে ৩ বিজ্ঞানী পেলেন নোবেল

untitled-1_5502

মহাজগতে বিশ্বব্রহ্মান্ড ও পৃথিবীর অবস্থান নিয়ে পর্যালোচনায় ভূমিকা রাখায় এবার পদার্থ বিজ্ঞানে নোবেল পেলেন তিন বিজ্ঞানী। মঙ্গলবার রয়েল সুইডিশ অ্যাকাডেমি অব সায়েন্সেস তাদের নাম ঘোষণা করে।

তাত্ত্বিকভাবে বিশ্বব্রহ্মান্ডের মহাজাগতিক অবস্থান আবিষ্কারের জন্য যুক্তরাষ্ট্রের প্রিন্সটন ইউনিভার্সিটির অধ্যাপক জেমস পিবলস পাচ্ছেন পুরস্কার হিসেবে ঘোষিত ১১ লাখ মার্কিন ডলারের অর্ধেক।

বাকী অর্ধেক অর্থ যৌথভাবে পাচ্ছেন সুইজারল্যান্ডের ইউনিভার্সিটি অব জেনেভার মাইকেল মেয়র ও দিদিয়ের কুয়েলজ পাচ্ছেন। আমাদের এই সৌরজগতের বাইরের সৌরজগতের মতো তারকাগুলোর কক্ষপথে ঘূর্ণন আবিষ্কারের জন্য তাদেরকে যৌথভাবে এ পদক দেয়া হচ্ছে।