চট্টগ্রামের আনোয়ারায় ফ্রি মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠিত

এম.আবু তালেব,
আনোয়ারা,চট্টগ্রামঃ
চট্টগ্রামে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের উদ্যোগে আনোয়ারা উপজেলার ডুমুরিয়া-রুদুরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্প ও আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের একাদশতম বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
মোনতাসির রুবেল এর সঞ্চালনায় ও আই ই এ এর সভাপতি ইঞ্জিনিয়ার হাবিব উল্লাহর সভাপতিত্বে এই কর্মসূচী উদ্ধোধন করেন বিশিষ্ট সমাজ সেবক মোঃ নাজিম উদ্দীন৷
শুক্রবার সকাল ৯:৩০টা হতে বিকেল ৪:০০টা পর্যন্ত চলা এ কর্মসূচীতে প্রায় ৮০০ মানুষকে চক্ষু বিশেষজ্ঞ ডাক্তার, দন্ত বিশেষজ্ঞ ডাক্তার, মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার চিকিৎসা সেবা প্রদান করেন৷ এছাড়া প্রায় ৭৫০ জন মানুষের বিনামূল্যে রক্তের গ্রুপ নির্ণয় সেবা প্রদান করা হয়৷ মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন মেডিসিন বিশেষজ্ঞ ডাঃ বাবুল দত্ত ও ডাঃ মিজানুর রহমান, দন্ত বিশেষজ্ঞ ডাঃ সানি দেব নাথ ও ডাঃ শোয়াইবুল ইসলাম, চক্ষু বিশেষজ্ঞ ডাঃ পঙ্কজ দে ও বিপ্লব দত্ত। রোগীদের মধ্য রক্তের গ্রুপ নির্ণয়ে সহযোগীতা করেন আনোয়ারার অন্যতম স্বেচ্ছাসেবী সংগঠন আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ৷ এছাড়াও ক্যাম্পে আসা রোগীদের মাঝে বাংলাদেশের অন্যতম ঔষধ প্রস্তুতকারি প্রতিষ্ঠান জেনারেল ফার্মাসিউটিক্যাল ও বিভিন্ন ব্যক্তির সৌজন্যে বিনামূল্যে ঔষধ সরবরাহ করা হয় ৷ ফ্রি মেডিক্যাল ক্যাম্প ও রক্তের গ্রুপ নির্ণয় কর্মসূচীর উদ্বোধন কালে বিশিষ্ট সমাজ সেবক জনাব মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের এই মহতি উদ্যোগকে আমরা স্বাগত জানাই৷ আমি আশাকরি আপনাদের এই উদ্যোগ আরো ব্যাপক ও সুদুরপ্রসারী হবে৷ আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাঃ সম্পাদক প্রকৌশলী জাহেদুল আলম ক্যাম্পের আয়োজন সম্পর্কে বলেন আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন আনোয়ারা উপজেলার মানুষের কল্যানে কাজ করে যাচ্ছে ৷ এই ধারাবাহিকতা অব্যাহত থাকবে।
আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সভাপতি, প্রকৌশলী হাবিব উল্লাহ বলেন মানবতার কল্যাণে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন কাজ করে যাচ্ছে৷ তারই ধারাবাহিকতায় আজকের এই আয়োজন। ভবিষ্যতে আনোয়ারা উপজেলার প্রতিটি ইউনিয়নে এই কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি সকল ডাক্তার, আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ ও ডুমুরিয়া রুদুরা ঐক্য পরিষদ কে সার্বিক সহযোগিতা করার জন্য ধন্যবাদ জানান ।
আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের অন্যতম এডমিন এম আবু তালেব ক্যাম্প সম্পর্কে বলেন, আনোয়ারার মানুষের কল্যাণে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের সাথে এরকম কাজে অংশীদার হতে পেরে আমরা আনন্দিত৷ ভবিষ্যতেও আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশনের যে কোন মানবিক কাজে আমরা পাশে থাকব৷
পরে আনোয়ারা ইঞ্জিনিয়ার্স এসোসিয়েশন এর পক্ষ থেকে মানবিক কাজে অবদানের জন্য আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপ কে, ডাক্তার বৃন্দদের এবং ডুমুরিয়া রুদুরা ঐক্য পরিষদ’কে সম্মাননা স্মারক প্রদান করা হয়।
আনোয়ারা ব্লাড ডোনেট গ্রুপের পক্ষ থেকে ক্যাম্পে উপস্থিত ছিলেন, প্রকৌশলী ছলিম আল আনোয়ার,আবু তালেব,ইকবাল আনোয়ার,তানজিম বিনতে আহমেদ ,মু: আলমগীর হোসেন,
তৌহিদ বিন শাহী ,ইমতিয়াজ খালেক, মেহেদি হাসান ,ইমরান আজমাইন, খলিলুর রহমান, জান্নাতুল মাওয়া, নাছরিন সুলতানা শিমু, মিজানুর রহমান, শোয়েবুল ইসলাম,ইকবাল হোসেন রিটন, নুরুল আলম বিটু, এম এ জাফর, মোঃ আলমগীর খান, সাঈদুর রহমান রনি
প্রমূখ৷
