গাইবান্ধার পলাশবাড়ীতে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মোঃআশরাফুল ইসলাম,জেলা প্রতিনিধি গাইবান্ধাঃ
………………………………………………………………….
বিপুল উৎসাহ উদ্দীপনায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মঙ্গলবার উপজেলা প্রশাসনের আয়োজনে গাইবান্ধার পলাশবাড়ীতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়। কর্মসূচির মধ্যে ছিল মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে পুষ্পমাল্য অর্পণ, ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির সূচনা, পলাশবাড়ী এস এম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ে মাঠে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শন। এছাড়া মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা, মুক্তিযুদ্ধে শহীদদের আত্মার মাগফেরাত কামনা করে মসজিদে বিশেষ মোনাজাত, হাসপাতাল, জেলখানা ও শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশন, প্রীতি ফুটবল, মহিলাদের ক্রীড়া প্রতিযোগিতা, মুক্তিযুদ্ধ বিষয়ক প্রামান্য চলচিত্র প্রদর্শন ও আলোচনা সভা। উপজেলা নির্বাহী অফিসার মো.মেজবাউল হোসেনের সভাপতিত্বে আলোচনা অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন স্থানীয় আওয়ামীলীগ নেতৃবন্দ,বীর মুক্তিযোদ্ধাগণসহ বিভিন্ন সামাজিক সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ।
