পঞ্চগড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত এ রেল লাইনটির সম্প্রসারণের কাজ অচিরেই


কাজী সাইফুল,পঞ্চগড়:
পঞ্চগড় পুজা মন্ডব পরিদর্শন কালে রেলপথ মন্ত্রী রেলপথ মন্ত্রী মোঃ নুরুল ইসলাম সুজন বলেছেন, হিন্দু নয় মুসলিম নয় বৌদ্ধ নয় খৃষ্টান নয় প্রত্যকেটি ধর্মী বিশ্বাসী মানুষ স্বাধীনভাবে তাদের স্ব স্ব ধর্ম পালন করতে পারে সেই পরিবেশ আমরা তৈরী করেছি। আজকে বাংলাদেশ সম্ববৃদ্ধির পথে এগিয়ে যাচ্ছে।
তিনি আজ রোববার বিকেলে প গড় শহরের কেন্দ্রীয় দুর্গা মন্দির পরির্দশন কালে এসব কথা বলেন। তিনি আরো বলেন, রেলের সম্প্রসারণ যে ভাবে চলছে তাতে আমরা আশা করছি প গড় থেকে বাংলাবান্ধা পর্যন্ত এ রেল লাইনটির সম্প্রসারণের কাজ অচিরেই আমরা হাতে নিবো।
এসময় উপস্থিত ছিলেন, প গড় জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার সাদাত স¤্রাট, সদর উপজেলার পরিষদের চেয়ারম্যান আমিরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, কেন্দ্রীয় পুজা কমিটির সভাপতি প্রদীপ কুমার ঘোষ ও সাধারণ সম্পাদক মধু সুধণ বণিক।