8:21 AM, 13 November, 2025

অবশেষে গ্রেপ্তার যুবলীগ নেতা সম্রাট

ismail-chowdhury-shomrat

অবশেষে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)। ৫ অক্টোবর, শনিবার দিবাগত রাত ১২টার দিকে কুমিল্লা থেকে যুবলীগের এই নেতাকে গ্রেপ্তার করা হয়।

৬ অক্টোবর, রবিবার সম্রাটকে আদালতে তোলা হবে বলে র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়।

গোয়েন্দা সূত্রের তথ্য মতে, যুবলীগের প্রভাবশালী নেতা সম্রাট চলমান ক্যাসিনো-জুয়াবিরোধী অভিযানের শুরু থেকে তাদের নজরদারির মধ্যেই ছিলেন। এ সময়ের মধ্যে তিনি বিদেশে পালিয়ে যাওয়ার চেষ্টাও করেছিলেন। তবে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতার কারণে তিনি দেশ ছাড়তে পারেননি।

এর আগে শনিবার রাজধানীর একটি অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান সম্রাটের গ্রেপ্তারের বিষয়ে বলেন, ‘দেখবেন, আপনারা শিগগিরই দেখবেন। সম্রাট হোক আর যেই হোক, অপরাধ করলে তাকে আমরা আইনের আওতায় আনব। আপনারা সময় হলেই দেখবেন।’

প্রসঙ্গত, ১৮ সেপ্টম্বর ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর থেকেই সম্রাটের গ্রেপ্তার নিয়ে নানা রকমের গুঞ্জন শুরু হয় এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই করেন সমালোচনা।