7:03 AM, 13 November, 2025

গাইবান্ধায় জাতীয় যুব সংহতির কর্মী সভা

jatiyo jub sonhoti dibosh

গাইবান্ধা জেলা প্রতিনিধি
গাইবান্ধায় জেলা জাতীয় যুব সংহতির এক কর্মী সভা গতকাল বৃহস্পতিবার স্থানীয় পাবলিক লাইব্রেরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কর্মী সভায় প্রধান অতিথি ছিলেন জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুর রশিদ সরকার। এতে প্রধান বক্তা ছিলেন যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক মো. ফকরুল আহসান শাহজাদা।
জাতীয় যুব সংহতি সাবেক জেলা সভাপতি সাখাওয়াত হোসেনের সাগরের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিশেষ অতিথি যুব সংহতি কেন্দ্রীয় কমিটির সভাপতি আলমগীর শিকদার লোটন, সাঘাটা উপজেলার সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট এএইচএম গোলাম শহীদ রঞ্জু, জেলা জাতীয় পার্টির সদস্য সচিব মো. সরওয়ার হোসেন শাহীন, যুগ্ম আহবায়ক কাজী মশিউর রহমান ও আনোয়ারুল ইসলাম লেবু। অনুষ্ঠানটি স ালনা করেন জাতীয় যুব সংহতি জেলা সভাপতি অ্যাডভোকেট জুলফিকার সরকার মিলন।