6:51 AM, 13 November, 2025

পলাশবাড়ীতে উপজেলা পরিষদ চেয়ারম্যান বিদ্যুৎ এর মতবিনিময়

0000

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব একে এম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ ও ভাইস চেয়ারম্যানদের সাথে উপজেলা প্রশাসন সহ সর্বস্তরের সূধীবৃন্দের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

আজ ১১ এপ্রিল পলাশবাড়ী উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বহী অফিসার মেজবাউল হোসেনের সভাপতিত্বে ও সহকারী কমিশনার ভূমি আরিফ হোসেনর সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন সাবেক এমপি আলহাজ্ব তোফাজ্জল হোসেন সরকার,উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব একেএম মোকসেদ চৌধুরী বিদ্যুৎ,ভাইস চেয়ারম্যানদ্বয়,থানা অফিসার ইনচার্জ হিপজুর আলম মুন্সিসহ উপজেলা পরিষদের অন্যান্য দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক, পেশাজীবী, সাংস্কৃতিক সংগঠন ও সাংবাদিক নেতৃবৃন্দ। শেষে নবনির্বাচিত চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদের ফুল দিয়ে বরণ করে নেন উপজেলা প্রশাসন ও ইউপি চেয়ারম্যানগণ।