3:48 AM, 13 November, 2025

দেবীগঞ্জ বাজার জুরে আগাম শীতের সবজী দাম চড়া

debiganj sobji 2

কাজী সাইফুল,দেবীগঞ্জ(পঞ্চগড় ) প্রতিনিধি।

দেবীগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসছে নানা ধরনের শাক সবজি আসা একটা নিয়মিত বিষয় ।তবে বাধাকপি আসাটা একটু ব্যতিক্রমি এ বাধাকপি বাজারে আসা সংঙ্গে একটা গুরুত্বপুর্ন তথ্য নিয়ে আসে । সেটি হল শীত চলে এসেছে । দেবীগঞ্জ উপজেলার শীতের একটা আবহা তেরী হয়েছে ।এই সময় নানা ধরনের নতুন শাক সবজি বাজারে পাওয়া যাচ্ছে । যেগুলো মূলত শীতকালিন সবজি হিসেবে পরিচিত।শীত পুরোপুরী শুরুর আগেই এই সবজি গুলো বাজারে পাওয়া গেলেও দাম বেশ চড়া বাজারে এসব সবজির দাম চড়া হলেও তার সাতে বাড়তি দামেই বিক্র হচ্ছে অন্যান্য সবজি । আজ মঙ্গলবার দেবীগঞ্জ বাজার ঘুরে দেখা গেছে ,দাম কিছুটা বেশী হলেও বাজারে পাওয়া যাচ্ছে লাল শাক ,মুলা ,মূলা শাক,ধুনিয়া,লাউ শাক, কমলি শাক, টমেটো বাধাঁকপি, ফুলকপিসহ বিভিন্ন শীতকালীন সবজি । দেবীগঞ্জ বাজারে পাইকাররা বাধাঁকপি বিক্রি করছিল ৫০ -৬০ টাকা কেজী দরে ।অন্যান্য বছর শীতের সময় এই বাধাঁকপি বাজারে বিক্রি হত ৫-১০ টাকা কেজিতে । দেবীগঞ্জ বাজারের কাচামাল ব্যবসায়ী একাব্বর আলী বলেন ‘অগ্রিম চাষের বাধাঁকপি ’ তাই দাম একটু বেশী চাহিদার উপযোগি বাধাঁকপি বাজারে আসতে বেশ কিছুদিন সময় লাগবে ।পুঁইশাক,লাল শাক, পাট শাক, লাউ শাক বেশ কিছুদিন ধরেই বাজারে পাওয়া গেলেও বাধাঁকপির সাথে যুক্ত হয়েছে ফুলকপি । দেবীগঞ্জ বাজারে একটি সবজির দোকানে বাধাঁকপি কিনছিলেন রিপন ইসলাম ,বলেন অনেক রকমের সবজি পাচ্ছি । শীতের সবজি বাজারে আসা শুরু করেছে । তবে এগুলো অনেক চড়া দামে কিনতে হচ্ছে ।