সুন্দরগঞ্জে ট্রাক চাপায় সাইকেল আরোহী নিহত

আশরাফুল ইসলাম
গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ
গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার শোভাগঞ্জ চৌরাস্তা মোড়ে আজ বৃহস্পতিবার সকালে ট্রাক চাপায় আজাদুল ইসলাম (২৫) নামে এক বাইসাইকেল আরোহী যুবক নিহত হয়েছেন। নিহত আজাদুল ইসলাম শান্তিরাম ইউনিয়নের পাঁচগাছী শান্তিরাম গ্রামের চাঁন মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, আজাদুল পেশায় একজন রাজমিস্ত্রী। তিনি সকালে বাইসাইকেল চালিয়ে ব্যক্তিগত কাজে বাড়ী থেকে সুন্দরগঞ্জের দিকে যাচ্ছিলেন। পথে সুন্দরগঞ্জ-শোভাগঞ্জ সড়কের শোভাগঞ্জ চৌরাস্তা মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি মালবাহী ট্রাক সাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আজাদুলের মৃত্যু হয়। সুন্দরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহান ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ঘাতক ট্রাকটিকে (ঢাকা মোট্র-ট-১৮-৪৬৭০) আটক করা হয়েছে।
