জাতীয় কন্যাশিশু দিবস আজ

আজ ৩০ সেপ্টেম্বর সোমবার জাতীয় কন্যাশিশু দিবস। এ বছর দিবসের প্রতিপাদ্য- ‘কন্যাশিশুর অগ্রযাত্রা, দেশের জন্য নতুন মাত্রা’। বিভিন্ন আয়োজন ও আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সারা দেশে দিবসটি পালিত হবে। কন্যাশিশুদের প্রতি বৈষম্য বন্ধ করা, তাদের অধিকার নিশ্চিত করা, যৌন নির্যাতন বন্ধ করাসহ নানা ধরনের নির্যাতন প্রতিরোধে কৌশল আহ্বান থাকবে বিভিন্ন আনুষ্ঠানিকতায়।
মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়, জাতীয় কন্যাশিশু অ্যাডভোকেসি ফোরাম, ওয়ার্ল্ড ভিশন, প্ল্যান বাংলাদেশ ও বাংলাদেশ শিশু একাডেমির যৌথ উদ্যোগে দিবসটি পালন করবে। বেলা ১১টায় মহিলা অধিদফতরে অনুষ্ঠিত হবে আলোচনা সভা। এ ছাড়াও সকালে থাকবে শিশু শোভাযাত্রা, দিনব্যাপী রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা, পুরস্কার বিতরণ, শিশু সমাবেশ, চলচ্চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বাংলাদেশ শিশু একাডেমি প্রতিবছরের মতো এবারও কেন্দ্রীয় অফিসসহ ৬৪টি জেলা ও ৬টি উপজেলায় দিবসটি পালন করবে।
সরকারের মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় ২০০০ সালে দিবসটির অনুমোদন দেয়। এর আগে দ্য হাঙ্গার প্রজেক্ট ও ৫৪টি সংগঠন কন্যাশিশু দিবস পালন করার দাবি জানিয়ে আসছিল।
