টেন্ডার প্রক্রিয়া না হওয়ায় নবাবগঞ্জ হাসপাতালে গাছ পড়ে ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায়

নবাবগঞ্জ (দিনাজপুর) থেকে এম.এ সাজেদুল ইসলাম(সাগর)
দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সের চত্ত¡রে দীর্ঘদিনের রোপন করা আকাশমনি গাছ ঝড়ে ভবনে উপড়ে পড়ে ঝুঁকিপূর্ণ অবস্থা বিরাৎজ করছে। টেন্ডার প্রক্রিয়া তরান্বিত না হওয়ায় গাছগুলো যখন তখন ভবনে পড়ে গিয়ে বড় ধরনের ক্ষতির আশঙ্কা করছে এলাকাবাসী। জানা গেছে সরকারিভাবে ৩১ শয্যা হাসপাতালকে চিকিৎসা সেবার মানবৃদ্ধি ও সরকারি চিকিৎসা সেবা জণসাধারনের দোড় গোড়ায় পৌছে দিতে সরকার বদ্ধপরিকর। এরপরেও ৩১ শয্যার হাসপাতালগুলো ৫০ শয্যায় উন্নিত করা হলেও চিকিৎসক সংকটসহ জণবল প্রয়োজন মাফিক না থাকায় কমপ্লেক্সগুলো কাঙ্খিত সেবা দিতে হিমসিম খাচ্ছে। ২০ বছর পূর্বে হাসপাতাল চত্ত¡রে রোপন করা গাছগুলো এখন কর্তনের সময় হয়েছে। বিধি অনুযায়ী টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন না হওয়ায় ওই গাছগুলো এখন আতঙ্কের কারণ হচ্ছে। সম্প্রতি মাস খানেক আগে চত্ত¡রে পাম্প হাউসের ছাদে বড় একটি মেহগনি গাছ ঝড়ে পড়ে ভবনের ছাদে ঝুঁকিপূর্ণ অবস্থায় পড়ে রয়েছে। ওই ঘরে বসবাস করা জুনিয়র মেকানিক মোঃ লুৎফর রহমান জানান, গাছটি এখন পর্যন্ত অপসরন না করায় ভবন ভেঙ্গে যেকোন মুহুর্তে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ খায়রুল ইসলাম (তপন)’এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, ইতোমধ্যেই ঝুঁকিপূর্ণ গাছের তথ্য সংগ্রহ করে কর্তৃপক্ষকে জানানো হয়েছে। নির্দেশ পেলেই গাছগুলো কর্তন করা হবে।
