12:32 AM, 13 November, 2025

হেসেখেলে কিউইদের হারালো টাইগার যুবারা

bd-u-19-crikcet

নিউজিল্যান্ডের যুবাদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ওয়ানডেতে ৬ উইকেটে জিতে দারুণভাবে সিরিজ শুরু করলো টাইগার যুবারা। বোলারদের দুর্দান্ত বোলিংয়ে মাত্র ১৭৬ রানে থেমে যায় যায় কিউই যুবারা। তারপর অধিনায়ক আকবর আলীর ব্যাটে ভর করে ৬ উইকেটের জয় তুলে নেয় মাঠ ছাড়ে টাইগাররা।

১৭৭ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা প্রত্যাশিতভাবে করতে পারেনি টাইগার যুবারা। শুরুতেই উইকেট হারিয়ে বসে তারা। দলীয় ১১ রানে তানজিদের সাথে ভুল বোঝাবুঝির কারণে রান আউটে কাটা পড়েন ইমন। তার ব্যাট থেকে আসে ১০ বলে মাত্র ২ রান। দ্বিতীয় উইকেট জুটিতে জয় ও তানজিদ ভালো করার সম্ভাবনা দেখিয়েও একটু পরই খেই হারিয়ে ফেলেন। মারমুখী ব্যাট করতে গিয়ে ইনিংস বড় করতে পারেননি তানজিদ। ২৪ বলে ২৮ রান করেই প্যাভিলিয়নে ফিরতে হয় তাকে।

তৃতীয় উইকেটে জয় ও হৃদয়ের জুটি থেকে আসে ৪০ রান। জয় ২৮ রান করে ফিরে যাওয়ার কিছুক্ষণ পরই প্যাভিলিয়নে ফিরেন হৃদয়। ৪৭ বলে ২৬ রান করেন তৌহিদ হৃদয়। টপঅর্ডাররা ইনিংস বড় করতে না পারলেও ইনিংস বড় করে খেলা শেষ করে আসতে ভুল করেন নি দলনায়ক আকবর আলী। পঞ্চম উইকেট জুটিতে শাহাদাত ও আকবরের ব্যাট থেকে আসে ৮১ রান। যেখানে আকবর আলীর ব্যাট থেকে ১১ চারের সাহায্যে আসে ৬১ বলে অপরাজিত ৬৫ রান। আকবর ও শাহাদাতের জুটিতেই ৬৮ বল বাকি থাকতেই জয় পায় টাইগার যুবারা।

এর আগে ব্যাট করতে নেমে শুরুতেই ব্যাটিং বিপর্যয়ে পড়ে কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই শরিফুলের বলে বোল্ড হয়ে ফিরে যান মারিউ। তারপর দ্বিতীয় উইকেট জুটিতে প্রতিরোধ করার চেষ্টা করলেও সেটাকে দীর্ঘস্থায়ী হতে দেননি মৃত্যুঞ্জয়। ২৪ রানে আনসেল ফিরে গেলে ভাঙ্গে তাদের ৪৫ রানের জুটি। এক ওভারে ২ উইকেট পড়ে গেলে পড়ে গেলে আরও বিপদে পড়ে কিউইরা। শামীমের ওভারে ১৮ রান করে ফিরেন ওপেনার জোহরাব এবং ট্যাশকফ।

৫৩ রানে ৪ উইকেট হারানো দলটাকে সামলে নেয়ার চেষ্টা করেন লেলম্যান ও হোয়াইট। ২১ বলে ২৯ রান করে লেলম্যান ফিরে গেলে ভাঙ্গে ৪৭ রানের জুটি। লেলম্যানের বিদায়ের পরের ওভারেই তানজিদের বলে ফিরেন ৫০ বলে ৩০ রান করা হোয়াইট। শেষের দিকে পোম্যার ৪০ রান করলেও কিউইদের থামতে হয় মাত্র ১৭৬ রানে।

সংক্ষিপ্ত স্কোর : 

নিউজিল্যান্ড অনুর্ধ্ব-১৯ দল : ৪৮ ওভারে ১৭৬/১০ (পোম্যার ৪০, হোয়াইট ৩০; মৃত্যুঞ্জয় ৩/২১, শরিফুল ৩/৪৪)

বাংলাদেশ অনুর্ধ্ব-১৯ দল :  ৩৮.৪ ওভারে ১৮০/৪ (আকবর ৬৫*, তানজিদ ২৮, জয় ২৮; ট্যাশকফ ২/৩৭, জ্যাকসন ১/৪০)

ফলাফল : বাংলাদেশ ৬ উইকেটে জয়ী