6:36 AM, 13 November, 2025

সড়ক আইন সংশোধনের বিষয়টিকে গুজব বললেন কাদের

o-kader

সড়ক পরিবহন আইন সংশোধনের বিষয়টিকে শুধুই গুজব বলে উল্লেখ করেছেন সেতুমন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি জানান, সড়কে নিরাপত্তা নিশ্চিতে খুব শিগগিরই টাস্কফোর্স কাজ শুরু করবে।

আজ ২৯ সেপ্টেম্বর, রবিবার রাজধানীর শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের সামনে পথচারী আন্ডারপাস নির্মাণ কাজ পরিদর্শনের সময় সাংবাদিকদের এ কথা জানান তিনি।

মন্ত্রী বলেন, ‘এ বিষয়টি পুরোই গুজব। আইন সংশোধনের বিষয়ে মন্ত্রণালয় কিছুই জানে না। অথচ দেখলাম এ বিষয় নিয়ে টিআইবি উদ্বেগ প্রকাশ করেছে।’

চলমান অভিযান সম্পর্কে তিনি বলেন, ‘শুধু মন্ত্রী-এমপিদের নয়, বিএনপি নেতাদের সম্পদেরও হিসাব নেওয়া হবে।’  বিএনপি ক্ষমতায় থাকাকালে দলটির নেতারা যে অবৈধ সম্পদ বানিয়েছে, তার শ্বেতপত্র প্রকাশ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের আটক প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ‘এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী যে বক্তব্য দিয়েছেন, সেটি যথাযথ। এ বিষয়ে তিনিই বলার অধিকার রাখেন।’