12:32 AM, 13 November, 2025

গোলাপগঞ্জে ‘আলোর বাতিঘর’ গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

BeautyPlus_20190928004412510_save

গোলাপগঞ্জ প্রতিনিধি :

গোলাপগঞ্জে সামাজিক সংগঠন ‘আলোর বাতিঘর’ গঠনের লক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল সাড়ে ৩টায় গোলাপগঞ্জ পৌর অডিটোরিয়ামে গোলাপগঞ্জের পৌর প্রেসক্লাবের দপ্তর সম্পাদক হাবিবুর রহমানের উদ্যোগে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট সাংবাদিক জালাল আহমদের সভাপতিত্বে ও কায়স্থগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শেখ নুরুল ইসলামের উপস্থাপনায় শুরুতেই কালামে পাক থেকে তেলাওয়াত করেন হাফিজ কামরান আহমদ।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গোলাপগঞ্জ প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির নেতা জামাল আহমদ, সাংবাদিক মনসুন মুন্না, গোলাপগঞ্জ অনলাইন প্রেসক্লাবের ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক টাইমস ট্রিবিউন পত্রিকার সম্পাদক ও প্রকাশক মোঃ রুবেল আহমদ, হাফিজ বেলাল আহমদ, হাফিজ আব্দুল মতিন, মোঃ জহিরুল ইসলাম, সাংবাদিক ফাহাদ হোসাইন, সৈয়দ রাসেদ আহমদ, মোঃআফজাল হোসেন, মোহাম্মদ সামী, সাংবাদিক কেএম আব্দুল­াহ্, জাকারিয়া আহমদ, মোঃনাইমুল ইসলাম, সহকারী শিক্ষক সৈয়দ আলবাব হোসাইন, সাংবাদিক শাহ আলম, মোঃ ছদরুজ্জামান রুবেল, আব্দুর রহিম শফিক, মুজিবুর রহমান, মোঃ সেলিম আহমদ, জাবের আহমদ, সাংবাদিক তামিম আহমদ, মোঃ ইমন আহমদ প্রমুখ।
সভায় সমাজের উন্নয়নের পাশাপাশি অসহায় মানুষের সেবার লক্ষ্যে বৃহত্তর গোলাপগঞ্জ উপজেলায় ১১টি ইউনিয়ন ও ১টি পৌরসভা’র বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত মানবতার ফেরিওয়ালা ও সরকারি/বেসরকারী শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক ব্যবসায়ী সহ শিক্ষিত যুব সমাজের ব্যক্তিদের নিয়ে এই সামাজিক সংগঠনটি গঠন করার সিদ্ধান্ত নেওয়া হয়।