“যশোরের শার্শার উলাশী ইউনিয়ন ফুটবল টুর্ণামেন্টে সেমিফাইনাল নিশ্চিত করলো বাগআঁচড়া”

শাহারিয়ার হুসাইন:
যশোরের শার্শার উলাশী ইউনিয়ন পরিষদ আয়োজিত ১৬ দলীয় নক আউট ফুটবল টুর্নামেন্টের ২য় পর্বে বাগআঁচড়া ইউনিয়ন ফুটবল একাদশ বেনাপোল বড়আচঁড়া ফুটবল একাদশকে ১-০ গোলে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে।
শুক্রবার বিকাল ৪টায় উপজেলার উলাশী ইউনিয়নের ধলদা তবিবর রহমান সরদার (টি,আর,এস) মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে বাগআঁচড়া ইউনিয়ন ফুটবল একাদশ বনাম বেনাপোল বড়আচড়া ফুটবল একাদশের মধ্যে শ্বাসরুদ্ধকার এই খেলা অনুষ্ঠিত হয়।
এ সময় খেলা দেখতে দর্শক গ্যালারীতে উপস্থিত ছিলেন উলাশী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি চেয়ারম্যান আলহাজ্ব আয়নাল হক, বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বাগআঁচড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক চেয়ারম্যান আলহাজ্ব ইলিয়াছ কবির বকুল, উলাশী ইউনিয়নর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাহেব আলী, সাংগঠনিক সম্পাদক কবির হোসেন মেম্বরসহ সর্বস্তরের জনসাধারণ।
